কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিআরটিসি বাসের চাপায় করিমনচালক আব্দুর রহিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার পাইকপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম চুয়াডাঙ্গা জেলার মৃত শাহাবুদ্দিন হোসেনের ছেলে। তিনি পেশায় করিমনচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম করিমন নিয়ে চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। এ সময় খোকসার পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসচাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, ‘এই ঘটনায় বিআরটিসি বাস ও ড্রাইভার আটক রয়েছেন।’