Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে শিক্ষকদের ছাতা উপহার দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:১৭

শিক্ষক ও শিক্ষিকাদের ছাতা উপহার দেওয়া হয়েছে।

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের ছাতা উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের জোবায়দা উচ্চ বিদ্যালয়, রহিমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শিবনাথ উচ্চ বিদ্যালয়, বিশ্বনবী প্রাথমিক বিদ্যালয় ও জোবায়দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের ছাতা উপহার দেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর