Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড লোকসান ইউনিয়ন ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:৩৪

ইউনিয়ন ব্যাংকের লোগো।

ঢাকা: ২০২৪ সালে ইউনিয়ন ব্যাংক পিএলসির রেকর্ড ২৫ হাজার ৭৯৪ কোটি লোকসান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের জন্য এটিই প্রথম এখন পর্যন্ত সর্বোচ্চ লোকসানের ঘটনা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য থেকে এসব জানা গেছে।

তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বরে শেষ হওয়া ২০২৪ সালে ইউনিয়ন ব্যাংক পিএলসির রেকর্ড ২৫ হাজার ৭৯৪ কোটি লোকসান হয়েছে। ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২৪৮ দশমিক ৯১ টাকা, যা এক বছর আগে ছিল ২ দশমিক ৮২ টাকা।

এই বিপুল লোকসানের কারণে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ঋণাত্মক ২৩৭ দশমিক ৪৪ টাকায় নেমে এসেছে।

বিজ্ঞাপন

চলতি মাসের শুরুতে ইউনিয়ন ব্যাংককে অকার্যকর ঘোষণা করে আরও চারটি ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে একজন প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এই ঘোষণার পর স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ব্যাংকটির শেয়ার লেনদেন স্থগিত করে।