Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি ও সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট প্রকাশ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:৩৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২৩:২৬

ঢাকা: ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) প্রতীকসহ নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ পৃথক দুটি গেজেট প্রকাশ করেন।

‎এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপির প্রতীক ‘শাপল কলি’ নিবন্ধন নম্বর ৫৮ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯।

‎উল্লেখ্য, নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। একদফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।

‎নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসির এ সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিরুদ্ধে ফের আপত্তি উঠে। এরপর পুনঃতদন্তে যায় কমিশন।

‎সবশেষ ৪ নভেম্বর জানানো হয়, তিনটি দলকে নিবন্ধন দেওয়া হবে; এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশ্যাক’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আবেদন করতে বলা হয়। অবশেষ দুটির নিবন্ধন চূড়ান্ত করা হল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর