Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরিব কৃষকদের ধান কেটে দিল কৃষক দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২৩:৩৯

লালমনিরহাট: জেলার সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে গরিব অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিয়েছেন কৃষক দল। শ্রমিক ও যন্ত্রের অভাবে গরিব কৃষকদের ধান সময় মত কাটতে না পারায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের কৃষক এন্তাজুল হকের ২ একর ও সোলায়মান আলীর ৩০ শতক হারাটি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের আশরাফুল হকের ৪৫ শতক সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধান কেটে দেন কৃষক দলের নেতকর্মীরা।

জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফা প্রধান অতিথি থেকে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক( দুলু)
সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন এর নেতৃত্বে জেলা ও সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী কৃষক দল কুলাঘাট ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন শাখার সভাপতি এ এইচ এম রাশেদ, হারাটি ইউনিয়ন শাখার সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান। গোকুন্ডা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান। বড় বাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুল হক। বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক ও কৃষক দলের দফতর সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ।

ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথি নুরন্নবী জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব অসহায় কৃষকদের পাশে আমরা দাঁড়াব এবং যারা অর্থাভাবে ধান কাটতে পারেন না তাদের খুঁজে বের করে আমরা তাদের ধান কেটে দিব। এ মৌসুমের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় জেলা ও সদর উপজেলার কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর