Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে পুলিশের এএসআই আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ০৮:৩৮

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ।

ঢাকা: রাজধানীর পল্লবী থানাসংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি ও পল্লবী থানা গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর ইসলাম আহত হয়েছেন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপরিচালক (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই (নি.) মো. নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে নগরবাসীকে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের টিকিট পেল যে ৪২ দেশ
২০ নভেম্বর ২০২৫ ০৮:৩৬

আরো

সম্পর্কিত খবর