Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজেন্ট ব্যাংকিং
মোট আমানত ৪৭ হাজার ৭০০ কোটি টাকা, ঋণ বিতরণ ৩১ হাজার ৯১০ কোটি টাকা

আদিল খান, স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৭:০৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:২৯

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশের এজেন্ট ব্যাংকিংয়ে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট আমানত সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭০০ কোটি টাকা। একই সময়ে এর বিপরীতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৯১০ কোটি টাকা। আমানত সংগ্রহের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক, আর ঋণ বিতরণে এগিয়ে আছে ব্র্যাক ব্যাংক।

অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরে জুলাই-সেপ্টেম্বর সময়ে এজেন্ট ব্যাংকিং আউটলেট চালানো ৩০টি ব্যাংক মোট আমানত সংগ্রহ করেছে ৪৭ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণ ২১ হাজার ৩৮৩ কোটি টাকা ( মোট আমানতের ৪৪ দশমিক ৮৮ শতাংশ)। দ্বিতীয় অবস্থানে থাকা ডাচ বাংলা ব্যাংক আমানত সংগ্রহ করেছে ৬ হাজার ৭৫২ কোটি টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়া সংগ্রহ করেছে ৬ হাজার ২৬৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে একই সময়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালানো ৩০টি ব্যাংক মোট ঋণ বিতরণ করেছে ৩১ হাজার ৯১০ কোটি টাকা। এর মধ্যে ব্র্যাক ব্যাংক বিতরণ করেছে ২২ হাজার ৭১২ কোটি টাকা।

উল্লেখ্য, দেশে বর্তমানে ৩০টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এসব ব্যাংকের মোট এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের সংখ্যা ২ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ২৯৩ কোটি এবং মোট এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে ২০ হাজার ৪৮৮টি। এর মধ্যে শীর্ষে থাকা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যা ৭৬ লাখ ১৩ হাজার ৬২১টি এবং আউটলেটের সংখ্যা হচ্ছে ৫ হাজার ৬২০টি।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট ৭৪ লাখ ৩৫ হাজার ৭২৭টি এবং আউটলেটের সংখ্যা হচ্ছে ৫ হাজার ৩৫টি।

তৃতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যা ৫৬ লাখ ১০ হাজার ১৪৫টি এবং আউটলেটের সংখ্যা হচ্ছে ২ হাজার ৭৯২টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত ২০২৪ সালের ডিসেম্বরে দেশে এজেন্ট ব্যাংকিংয়ে একাউন্ট সংখ্যা ছিলো ২ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৮৬৫টি। গত সেপ্টেম্বর শেষে এই অ্যাকাউন্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৭ হাজার ১৬৪টি। অর্থাৎ ৯ মাসের অ্যাকাউন্ট বেড়েছে ১০ লাখ ৩৩ হাজার ২৯৯টি।
একই সময়ে অর্থাৎ গত ডিসেম্বরে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিংয়ে আমানত ছিলো ৪১ হাজার ৭৮৫ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭০০ কোটি টাকা।  আলোচ্য সময়ে মোট আমানত বেড়েছে ৫ হাজার ৯১৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর