Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:৫৯

কোলাজ ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভালুকার আব্দুস সালাম (৫৩) ও সিরাজগঞ্জের কাজীপুরের শান্তি বেগম (৯০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শান্তি বেগম বুধবার সন্ধ্যায় এবং আব্দুস সালাম মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৭৪ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৪৪, মহিলা ২০ ও ১০ জন শিশু রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে ৭ জনসহ চলতি বছরে এ নিয়ে ২০ জন ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর