Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে-তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের রায় ১১ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ২০:০৪

ঢাকা: বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করার বিষয়ে রায় আগামী ১১ ডিসেম্বর ঘোষণা করবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে, ২০২১ সালের ৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ সংক্রান্ত রিট দায়ের করেন। রিটে বলা হয়, প্রতারণা ঠেকানো ও পারিবারিক সম্মান রক্ষায় বিয়ে ও তালাকের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজ করা জরুরি। এ পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২২ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

বিজ্ঞাপন

রুলে বিয়ে ও তালাকের ঘটনা ডিজিটালভাবে নিবন্ধনের জন্য কেন্দ্রীয় ওয়েবসাইট কেন তৈরি করা হবে না- তা জানতে চাওয়া হয়। আজ বৃহস্পতিবার এ রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করলেন।