Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার চুক্তির সব কার্যক্রম স্থগিত: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ২৩:৪০

হাইকোর্ট।

ঢাকা: মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সব কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ দেন। শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করেছে যে রায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রাখা হবে।

এর আগে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন চলতি বছর এ রিট করেন।

বিজ্ঞাপন

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদন দাখিল করে রিট আবেদনকারী পক্ষ।

গত ১৩ নভেম্বর হাইকোর্ট রুল শুনানির জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন। গতকাল বুধবার ১৯ নভেম্বর রুলের ওপর শুনানি শুরু হয়। আর আজ শুনানি শেষে চুক্তির সব কার্যক্রম স্থগিত রাখতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর