Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে কাজী রফিকের পথসভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ০৯:১০

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষে ভোট চেয়ে পথসভা করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার দেবডাঙা গ্রোয়েনবাঁধ এলাকায় এ পথসভা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শম্ভু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান শোভন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানসহ অন্যান্যরা। এর আগে ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর ওয়ার্ড যুবদলের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়। এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীন মত প্রকাশের সংগ্রামের প্রতীক। আপনাদের একটি ভোটই এই অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, নদীভাঙন রোধ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দ্বিতীয় বাইপাস সড়ক, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালসহ পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে।

কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ধানের শীষ মানে উন্নয়ন। ধানের শীষ মানে নিরাপত্তা। ধানের শীষ মানে জনতার হ্রদয়ের স্পন্দন। তাই আগামী দিনে বগুড়ার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর