Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ইউনিয়ন বিএনপির পথসভা

বিএনপির পথসভা
২২ নভেম্বর ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৫:৫৬

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মাহমুদ হাসান খান বাবু। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘আমরা বিএনপি থেকে সেই কথাগুলো বলি যেগুলো বাস্তবায়নযোগ্য। যেটা সম্ভব না, যেটা অসম্ভব সেটা আমরা বলি না। আমরা কৃষির উন্নয়নের কথা বলি, আমরা শিক্ষার উন্নয়নের কথা বলি। আমরা তরুণ প্রজন্মের বেকারত্ব যেন দূর হয়, দেশকে যেন এগিয়ে নেওয়া যায়, সেই কথা বলছি।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সবচেয়ে নির্যাতিত জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। হামলা সংখ্যা, মামলার সংখ্যা, গুম করে নিয়ে যাওয়ার সংখ্যা এবং যে প্রলোভন দেখানো হয়েছিল তার বিচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির নেতা-কর্মী। তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে এদেশের গণতন্ত্রের এবং সাধারণ মানুষের।’

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের আটটি পথসভায় তিনি এ কথাগুলো বলেন।

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিউলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, ভোটারদের ভোটের মাধ্যমে যেটা নির্ধারিত হবে সেটাই আমাদের মেনে নিতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, যুবদল নেতা রাজীব, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাতে ১১ দলের জরুরি সংবাদ সম্মেলন
১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬

আরো

সম্পর্কিত খবর