Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংকট হতে দেব না, ইনশাল্লাহ নির্বাচন হবে: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৮:২৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হতে দেবেন না।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সফরে এসে নগরীর প্যারেড ময়দানে সাংবাদিকদের আলাপকালে তিরি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘নির্বাচনের আগে কিছু সংকট দেখা দেবে। কিন্তু আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।’ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি-না? জানতে চাইলে তিনি বলেন, ‘ইনশল্লাহ নির্বাচন হবে।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছি না, কারণ এটা সম্ভব নয়। আমরা অবাস্তব কোনো দাবিতে বিশ্বাস করি না।’

বিজ্ঞাপন
হেলিকপ্টার থেকে নামার পর নেতাকর্মীবেষ্টিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

হেলিকপ্টার থেকে নামার পর নেতাকর্মীবেষ্টিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

নির্বাচনকেন্দ্রিক কোনো জোট করা হবে না জানিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘কোনো জোট করব না, তবে অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনি সমঝোতা হবে ইনশল্লাহ।’

চট্টগ্রামের সব আসনে জামায়াত প্রার্থীর জয়ের জন্য কোনো বার্তা আছে কি-না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি চট্টগ্রামের সব আসনে জামায়াতের প্রার্থী জয়ের কোনো বার্তা দেব না, আমি জনগণের বিজয়ের বার্তা দেব। আমি জামাতের বিজয় চাচ্ছি না, আমি জনগণের বিজয় চাচ্ছি।’

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বহনকারী হেলিকপ্টারে চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে অবতরণ করে। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

কর্মসূচি অনুযায়ী জামায়াতের আমির নগরীর আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদরাসার বার্ষিক মাহফিফে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এর পর সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
২২ নভেম্বর ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর