Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বিলকিস জাহানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:৫৫

বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১১ অগাস্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল। এক বছর ৩ মাস পর আজ ২২ নভেম্বর দলীয় সিদ্ধান্তে সেই স্থগিতাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন পুনরায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর