চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে মানুষের রীতিমতো ঢল নেমেছিল। এ সময় তিনি দলের নেতাকর্মী, সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে বিএনপির ঘোষিত ৩১ দফা ও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানে সমাবেশ করেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এরপর তিনি গণসংযোগ শুরু করলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা দলে দলে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ধানের শীষ উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ধানের শীষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষকে কেউ হারাতে পারবে না। বিগত ১৭ বছর বিএনপির কেউ মাঠ ছেড়ে যায়নি। বিএনপি জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সমাবেশ শেষে তিনি আগ্রাবাদ মোড় থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত পথচারী ও এলাকার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করেন।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহবায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, আহবায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দীন, হাজী হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, ডা. নুরুল আবসার, মোহাম্মদ শাহাবুদ্দীন, জাহিদুল হাসান, রোকন উদ্দিন মাহমুদ, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী মোহাম্মদ হোসেন, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম উপস্থিত ছিলেন।