Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ-২ আসনে মনোনয়ন না পেয়ে বঞ্চিতপ্রার্থীর বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২১:২৭

ময়মনসিংহ: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ ও তার সমর্থকরা।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফুলপুর উপজেলা পরিষদ শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিল শেষে মনোনয়ন বঞ্চিত প্রার্থী আবুল বাসার আকন্দ অভিযোগ করে বলেন, ফুলপুর-তারাকান্দা আসনে যাকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে, তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারবেন না। জনমত উপেক্ষা করে মোতাহার হোসেন তালুকদারকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ ও ব্যথিত বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

চূড়ান্ত মনোনয়নে প্রার্থী পরিবর্তন হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে বিক্ষোভ মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে ভোটারদের কাছে সমর্থনও চান তিনি।