Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৫:০৯

পরিবহন শ্রমিকদের দিকনির্দেশনা দিচ্ছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস।

চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সতর্কতামূলক লিফলেট করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহে অবস্থিত পরিবহনের বিভিন্ন কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি রাতে চলাচলের সময় নিরাপদ রুট মেনে চলা, অপরিচিত যাত্রী বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা–জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে পুলিশকে অবহিত করা, নিদিষ্ট স্টপেজে ছাড়া অন্য জায়গায় বাস না থামানোসহ নানা দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সড়কে যারা চলাচল করেন তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ ঠেকাতে পারে বলে মত প্রকাশ করেন।

এসময় পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর