ঢাকা: ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বা একক দল রাষ্ট্র পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে এ দেশের শীর্ষ আলেম-ওলামা। যাদের মাধ্যমে দেশকে দুর্নীতি-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা সম্ভব।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকার গুলিস্তানে নির্বাচনি প্রচার মিছিল পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন আরও বলেন, যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব গেলে এবার দেশকে দেউলিয়া করে ছাড়বে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব জাতির নেতৃত্ব দিতে পারে না। যারা ক্ষমতার জন্য নিজেরা নিজেদের নেতাকর্মীকে খুন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে হাসিনার চেয়েও ভয়াবহ গণহত্যা চালাবে।
‘নিরাপদ ও বাসযোগ্য মানবিক’- ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ড. হেলাল বলেন, সারাদেশের ন্যায় ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৮ আসনকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেওয়া হবে।
শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং সেক্রেটারি নূর নবী রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম, মো. শামসুল বারী, মো. নুরুদ্দীন প্রমুখ।