Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ২১:১৪

ভুটানের প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি শেরিং তোবগে-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি শেরিং তোবগে-এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৈঠক করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হয়। বৈঠকে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের ফরেন অ্যাডভাইজার ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। বাংলাদেশ ও ভুটানের জনগণের কল্যাণে ভবিষ্যতে আরও গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর