Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে রোনালদোর ৯৫৪

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১২:৩০

অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল করলেন রোনালদো

বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেকবার এমন গোল করেছেন তিনি। তবে বয়স যখন ৪০, তখন এমন বাইসাইকেল কিকে গোল দেখে চোখ কপালে উঠতে বাধ্য। আল নাসরের হয়ে আবারও অবিশ্বাস্য এক মুহূর্তের জন্ম দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকে নিজের ক্যারিয়ারের ৯৫৪তম গোল পেলেন রোনালদো।

৩–১ গোলে এগিয়ে থাকা আল নাসরের জয় কেবলই সময়ের ব্যাপার। এমন সময় ম্যাচের ৯৬ মিনিটে আক্রমণে যায় আল নাসর। ডান প্রান্তে বক্সের বাইরে বল পান বদলি হয়ে নামা নাওয়াফ বাওশাল।

বক্সে থাকা রোনালদোকে উদ্দেশ করে বল বাড়ান তিনি। উল্টো দিকে ফিরে রোনালদো তখন বাইসাইকেল কিকের প্রস্তুতিটা যেন নিয়েই রেখেছিলেন। লাফিয়ে উঠে শট নেন সিআর সেভেন, চেষ্টা করেও রোনালদোর শট ঠেকাতে পারেননি খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ। গোল করেই সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন রোনালদো।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে এই গোলের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো। তবে ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদেরকেই দিতে বললেন। লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’ অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’ ভক্তরাও তাদের পছন্দের ক্যাপশন লিখেছেন এই পোস্টে।

রোনালদোর বাইসাইকেল কিকে করা গোলের রাতে আল নাসর পেয়েছে সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয়। এই জয়ের পর শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২ নম্বরে থাকা আল হিলালের পয়েন্ট ২৩।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর