Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনশ্রীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১২:৪১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১২:৪৫

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর বনশ্রীতে কাভার্ড ভ্যান ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার নাম মেহেরা খাতুন (৬০)। এই ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ চন্দ্র পাল জানান, ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। রাতে বনশ্রী অ্যাডভান্স হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রথমে ওই নারী অজ্ঞাত ছিল। পরবর্তীতে পরে তার পরিচয় সনাক্ত করা হয়। তার নাম মেহেরা খাতুন। স্বামীর নাম আলতাফ হোসেন। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে মেরাদিয়া মধ্য পাড়ায় থাকতেন।

সারাবাংলা /এসএসআর/এনজে
বিজ্ঞাপন

সাগরে নতুন লঘুচাপের পূর্বাভাস
২৪ নভেম্বর ২০২৫ ১২:১৬

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
২৪ নভেম্বর ২০২৫ ১১:২৬

আরো

সম্পর্কিত খবর