ঢাকা: জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন- বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ধান কাটার মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণ জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, চালটা শুধু সাপ্লাইয়ের ওপর নির্ভর করে না। সাপ্লাই ছাড়াও ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো, এগুলো তো বেশিরভাগ পাইকারী ও খুচরা পর্যায়ের ওপর নির্ভর করে। এর দায়িত্বে ভোক্তা অধিকার আছে, স্থানীয় প্রশাসন আছে- ওরা দেখবে। আর সবচেয়ে বেশি হলো- ব্যবসায়ীদের একটু রেসপন্সিবল হতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এভাবে জিনিসপত্রের দাম বাড়ে না। বাড়ে, কিন্তু যথেষ্ট ভ্যালিড কারণে। এখানে দেখা যাচ্ছে, অনেক চাল আছে, তবুও হঠাৎ এক জায়গায় ওরা মিলেমিশে বন্ধ করে।
এ সমস্যার সমাধানে রাজনৈতিক সরকার প্রয়োজন- উল্লেখ করে তিনি বলেন, এগুলোর সমাধান প্রশাসন দ্বারা হয় না। এগুলো করতে পারে একটি রাজনৈতিক সরকার। কারণ তাদের এ মোরাল সলিউশন করার সক্ষমতা থাকে। তারা ভয়েসটা দিতে পারে। তাদের কর্মীরা আছে, তাদের সেট-আপ আছে। কিন্তু প্রশাসন থেকে ডিসি বা ইউএনএ-কে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন।