ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট একসঙ্গে করায় খরচ বাড়লেও এতে কোনো সমস্যা হবে না- বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, খরচ বাড়বে, তবে বাজেট নিয়ে চিন্তার কিছু নেই।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য ইতোমধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, নির্বাচন এবং গণভোট দুই দিন করা অনেক কঠিন। তাই একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।
পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তাদের রেসপেক্টিভ যে এজেন্সি আছে, ওদের আমরা বলে দিয়েছি যে, বাজেট যেটা আছে- ওটা আপনারা ব্যবহার করেন।
শুধু সেনসিটিভ জায়গার জন্য বডি ক্যামেরা দেওয়া হলে সংখ্যাটা কত হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমি ঠিক করবো না, এটা আমার দায়িত্ব না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে বসে ঠিক করবে। এ বিষয়টি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং নির্বাচন কমিশনও কিন্তু বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্বে নেই। ইসি বলে দেবে যে, এসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে- এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা করবে।