Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবিক রাষ্ট্র নির্মাণে আদর্শ শিক্ষা গুরুত্বপূর্ণ: মোবারক হোসাইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২০:২১

ঢাকা-১৩ আসনে জামায়াতের প্রার্থী মো. মোবারক হোসাইন

ঢাকা: ঢাকা-১৩ আসনে জামায়াতের প্রার্থী মো. মোবারক হোসাইন বলেছেন, ইসলামে শিক্ষা শুধু জ্ঞানার্জন নয়; এটি আত্মশুদ্ধি, ন্যায়পরায়ণতা ও আমানতের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যম। আদর্শ শিক্ষাই মানুষকে সত্য ও ন্যায়ের পথে স্থির রাখে, যা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ভিত্তি।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর (মধ্য) থানা জামায়াতের উদ্যোগে শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘আদর্শ শিক্ষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, কুরআন-হাদিসে শিক্ষা ও চরিত্র গঠনের প্রতি যে তাগিদ এসেছে, তা বাস্তবে প্রয়োগ করতে পারলেই মানবিক রাষ্ট্র গঠন সহজ হবে। তার বক্তব্যে উপস্থিতদের মাঝে নৈতিক জাগরণ ও সামাজিক দায়িত্ববোধের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আদর্শ শিক্ষক সমাবেশে উপস্থিত শিক্ষক মন্ডলীর উদ্দেশে মোবারক হোসাইন বলেন, আপনারাই হলেন- এই সমাজে আদর্শ জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রধান কর্ণধার। তাই আপনাদের বিভিন্ন ‘দাবি-দাওয়া’ নিয়ে রাস্তায় যেতে হবে কেন? আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই দেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রই আপনাদের সকল চাওয়া এবং পাওয়া পূরণ করবে, ইনশাআল্লাহ ।

মহানগরী মজলিসের সূরার সদস্য ও মোহাম্মদপুর থানা (মধ্য) আমির মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচনি পরিচালক ডা. শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সী, মজলিসে সূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা আমির মো. আব্দুল আওয়াল আজম, জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা মাহবুবুর রহমান, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ড. মইনুদ্দীন চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

মোংলায় বিদেশি মদসহ নারী আটক
২১ জানুয়ারি ২০২৬ ১৬:১৭

একটুখানি আলিঙ্গনের দিন আজ
২১ জানুয়ারি ২০২৬ ১৬:১৫

আরো

সম্পর্কিত খবর