Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-৪ আসন
হাবিবের পরিবর্তে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দিতে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২৩:২২

পাবনা-৪ আসনে হাবিবের পরিবর্তে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দিতে মশাল মিছিল। ছবি: সংগৃহীত

‎পাবনা: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। সেইসঙ্গে তারা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবিতে দাবি জানিয়েছে।

‎সোমবার (২৪ নভেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মশাল মিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

বিজ্ঞাপন

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ফজলুর রহমান, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের জয়ের জন্য হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য নেতা জাকারিয়া পিন্টুকে মনোনীত করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর