Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্র পরিবহনে সহযোগিতায় আনুষ্ঠানিক রূপরেখার প্রস্তাব পাকিস্তানের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: সমুদ্র পরিবহন খাতে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর সঙ্গে পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনএসসি)-এর মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠার আনুষ্ঠানিক রূপরেখার প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ।

সোমবার (২৪ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল. এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এ প্রস্তাব দেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘দ্য ডন’ এ খবর জানায়।

পাকিস্তানের প্রস্তাবে সমন্বিত অংশীদারিত্বের একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত এই অংশীদারিত্বে পণ্য পরিবহণের ক্ষেত্রে যৌথভাবে কন্টেইনার এবং বাল্ক শিপিং সেবা, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা এবং সিফেয়ারারদের (নাবিক) দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, পারস্পরিক বন্দর-কল সুবিধা প্রদান এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদারের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র পরিবহন-সম্পর্কিত বিষয়গুলির পাশাপাশি প্রাসঙ্গিক আঞ্চলিক সামুদ্রিক গোষ্ঠীগুলির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কাঠামো তৈরিতে পাকিস্তানের বৃহত্তর লক্ষ্যের ওপর জোর দেন।

বৈঠকে আঞ্চলিক বাণিজ্য প্রবাহকে জোরদারের লক্ষ্যে পাকিস্তানের প্রস্তুতির প্রমাণ হিসেবে করাচি বন্দর কতৃর্পক্ষ (কেপিএ)-এর ক্রমবর্ধমান সক্ষমতা, চলমান আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময় তুলে ধরেন তিনি।

পাকিস্তানের মন্ত্রী বলেন, বন্দর থেকে বন্দরের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়া জুড়ে বাণিজ্যিক একত্রীকরণের নতুন দুয়ার খুলে দিতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর