Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৮:৩২

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুরে আলোচিত একটি মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোছা. শারমীন আক্তার (৪৫)-কে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য দুই আসামির মধ্যে মেহেদী হাসান মুন্না (১৯)-কে এক বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে তিন হাজার টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশা (২২)-কে এক বছর ছয় মাসের কারাদণ্ড ও অনাদায়ে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও মামলার আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে আটক করেন। পরে পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি কাউখালী থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন দণ্ডাদেশ এবং অপর দুইজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন রায়ের প্রতিক্রিয়ায় জানান, ‘মাদক মামলায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ অন্যদের দণ্ডাদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

বিজ্ঞাপন

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু
২৫ নভেম্বর ২০২৫ ১৮:০৪

আরো

সম্পর্কিত খবর