ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও জেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৬ নভেম্বর) সকালে নির্বাচনি প্রচারণায় এসে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।