ঢাকা: বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর মেধা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি–২০২৫–এর ফাইনালে নৌবাহিনী কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সমৃদ্ধি সূচনা স্বর্গ গল্প বলা বিষয়ে ‘খ’ শাখায় দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার আয়োজকরা জানান, প্রতিভাবান শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করতেই এই আয়োজনে প্রতি বছর সারাদেশ থেকে বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে।