Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক পোস্টে কুবরা
‘এত মিথ্যা অপবাদ, মানসিক প্রেসার আর নিতে পারছি না’

জবি করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:১৬

কারা নির্যাতিত জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’র সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খাদিজাতুল কুবরা আর মানুষের দেওয়া মিথ্যা অপবাদ ও প্রেসার নিতে পারছেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

খাদিজাতুল কুবরা ফেসবুকে লিখেন, অনলাইনে ফেইক আইডি, স্লাট শেমিং, বট আইডি, ব্যাশিং সবকিছুই না হয় বুঝলাম। মেনেও নিলাম। কিন্তু, সাংবাদিকরা? সরি! হলুদ সাংবাদিক। একেকজন কল দিয়ে এত মিথ্যা অপবাদ, উলটা পালটা প্রশ্ন, মানসিক প্রেসার আর নিতে পারছি না। একজন কল দিয়ে যখন কথায় পারে না, শুনি পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে!’

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও লিখেন, ‘যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আর এখন এক মাসে আমার এত দোষ, আমি খারাপ হয়ে গেলাম? এসেছিলাম পরিবর্তন করতে। কিন্তু, এইসব নোংরামির কারণে বুঝতে পারছি কেন মেয়েরা এই সেক্টরে আসে না/আসতে চায় না।’

কুবরা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় কাটানো ১৫ মাসের চেয়েও গত কয়েক দিন তিনি মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়েছেন।’

তিনি লিখেছেন, ‘সাংবাদিক হয়েছেন লিবারেল থাকুন। কেন একটা নির্দিষ্ট দলের চাটামি করেন? ১৫ মাস জেলে থেকে এসেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কিছু দিনে হয়েছি। আমি কারও সঙ্গে কখনো খারাপ কিছু করিনি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোংরামি করিয়েন না প্লিজ! এসব লোকদের ব্যাপারে স্টেপ নেয়ার কি কেউ নেই? আর নিতে পারছি না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর