Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ

স্পেশাল করেসপডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২০:৩০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২০:৩৬

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় কড়ািইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর সবচেয়ে বড় বসতিগুলোর মধ্যে একটি কড়াইল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে এক হাজার ৫০০ ঘর পুড়ে গেছে। বস্তিটিতে অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ক্ষতিগ্রস্ত বস্তিবসীদের মধ্যে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার, কম্বল,মশারিসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আগামীকালও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশি-বিদেশি এনজিও এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশি-বিদেশি এনজিওগুলো আগামীকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা বিতরণ করবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বস্তিবাসীদের সুবিধার্থে একাধিক মোবাইল টয়লেট স্থাপনসহ আর্থিক সহায়তা করবে বলে সভায় জানানো হয়।

সারাবাংলা/জিএস/জিজি