ঢাকা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৯ সালের ডাকসুর জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘এর আগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। সেটা সিন্ডিকেটে গেলে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। তাই, সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়।’
প্রসঙ্গত, এ বছরের ৪ সেপ্টেম্বর গোলাম রাব্বানীর জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সিন্ডিকেট কর্তৃক তাদের এম.ফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, এ বছরের ২৫ ফেব্রুয়ারি এক সিন্ডিকেট সভায় গত ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে ভুক্তভোগী জিএস প্রার্থী মো. রাশেদ খাঁন এবং ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. সানাউল্লাহ হক। এদের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত কমিটির গঠন করা হয়।
যে কমিটির প্রধান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব পালন করেন। সেখানে গত ২০১৯ সালে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারচুপির অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন, জড়িত শিক্ষকদের শান্তি ও বহিষ্কার, অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সকল সদস্যদের ডাকসুর সদস্য পদ বাতিলপূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।