Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ভেতর দিয়ে স্থলপথে প্রথমবার ভুটান যাচ্ছে ট্রানজিট পণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২৩:৫৫

ভারতের ভেতর দিয়ে স্থলপথে প্রথমবার ভুটান যাচ্ছে ট্রানজিট পণ্য। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সড়কপথে পণ্যবাহী কনটেইনার যাচ্ছে ভুটানে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে আসা দেশটির ট্রানজিট পণ্য ভারতের স্থলপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে পরিবহণ শুরু হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল থেকে এক কনটেইনার পণ্যের চালান নিয়ে একটি গাড়ি বুড়িমারি স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয়।

জানা গেছে, ২০২৩ সালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ চুক্তি ও প্রটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রায় দুই মাস আগে ভুটানের আমদানি করা পণ্যের চালানটি ‘এমভি এইচআর হিরা’ নামে একটি জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে। পণ্যের মধ্যে আছে- শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট ও জুস। ওজন ৬ হাজার ৫৩০ কেজি।

জাহাজ থেকে নামানোর পর কনটেইনারটি নিউমুরিং কনটেইনার টার্মিনালে ছিল। কাস্টমসের শুল্কায়নসহ বিভিন্ন সংস্থার অনুমোদনের পর রোববার (২৩ নভেম্বর) চালানটি খালাসের প্রক্রিয়া শুরু করে ভুটানের পণ্য খালাসের জন্য নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি মানুমা শিপিং লাইনস লিমিটেড।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ওমর শরীফ রাফসান জানান, প্রায় ৬৮৪ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে কনটেইনারবাহী ভারি যান যাবে বুড়িমারি স্থলবন্দরে। সেখান থেকে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে শিলিগুড়ি হয়ে ভুটানের ফুয়েন্টশোলিং স্থলবন্দর পৌঁছাবে চালানটি। কাস্টমসের একটি এসকর্ট টিম চালানটিকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত নিরাপত্তা দিচ্ছে।

বিজ্ঞাপন

১৬৬ উপজেলায় ইউএনও পদে রদবদল
২৬ নভেম্বর ২০২৫ ২৩:৫২

আরো

সম্পর্কিত খবর