মৌসুমের ৪ মাস পেরিয়ে গেলেও হারের মুখ দেখেননি তারা। সব টুর্নামেন্টে অপরাজেয় সেই বায়ার্ন মিউনিখকে মাটিতে নামিয়ে আনল ইংলিশ ক্লাব আর্সেনাল। বায়ার্নকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শীর্ষে পৌঁছে গেছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিট লিড নেয় আর্সেনাল। জুরিন টিম্বারের গোলে এগিয়ে যায় গানার্সরা। বায়ার্ন অবশ্য ম্যাচে ফিরেছে ১০ মিনিটের মধ্যেই। ৩২ মিনিটে ম্যাচে সমতা ফেরান লেনার্ট কার্ল। ১-১ এ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আর্সেনালের সামনে দাঁড়াতেই পারেনি বায়ার্ন। ৬৯ মিনিটে আবার লিড ফিরে পায় আর্সেনাল। নোনি মাদুকের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
৭৭ মিনিটে দলের তৃতীয় গোল আসে গ্যাব্রিয়েল মার্টিনালির পা থেকে। শেষ পর্যন্ত বায়ার্ন আর গোল শোধ করতে পারেনি। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে একটি ম্যাচেও পয়েন্ট হারায়নি গানার্সরা। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে নেমে গেছে বায়ার্ন।