Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি আসলে গান লিখি, সুর করি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১১:০৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১১:১৩

সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ভিন্ন ধারার গান এবং নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্টের জন্য তিনি সব সময় আলোচনায় থাকেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি তার গানের নেপথ্যের কাজ এবং ফিমেল আর্টিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে ভক্তদের কাছে নারী শিল্পীদের আরও বেশি সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

জেফার তার ভিডিও বার্তায় ভক্তদের প্রতি আক্ষেপ করে বলেন, ‘আমি আজকে অনেক বছর ধরে মিউজিকের সাথে আছি। অনেকেরই ধারণা, আমি হয়তো সুন্দর মতো রেডি হয়ে স্টেজ বা ভিডিওতে গান করি। মানে কণ্ঠশিল্পী আর কি, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। কারণ আসলে মানুষ আমরা পেছনে কতটুকু কাজ করি, এটা তো আসলে আমরা নিজেরাই দেখাই না। সো আপনারা জানবেন না, এটাও স্বাভাবিক।’

বিজ্ঞাপন

জেফারের ভাষ্যে, ‘আমি সত্যিকারের অর্থে শুধু গান করি না, আমি আসলে অনেক কিছু করি। গান কম্পোজ করা থেকে গান বানানো, গানের প্রোডাকশন, লিরিক্সে বসা, সেটার প্রি-প্ল্যান করা, মিউজিক ভিডিও কিরকম হবে বা সেই গানটা কোথায় যাবে অল অফ দিস প্ল্যান এবং প্রত্যেকটা ভিজ্যুয়ালাইজেশন।’

তার কথায়, ‘অনেকেই আপনারা জানেন না যে আমি খালি কণ্ঠশিল্পী না, আমি আসলে গান লিখি, গান সুর করি। আমার গানের ৯০% হচ্ছে আমার নিজের সুরে করা। মানে আমি নিজে সুর করছি, নিজে গাইছি এবং লিরিক্সের সাথে আমি জড়িত ছিলাম, কো-রাইট করা আর কি যেটাকে বলে।’

নারী শিল্পীদের প্রতি সমর্থন বাড়ানোর জোর দাবি জানিয়ে বলেন, ‘আমি বলব যে প্লিজ আপনারা আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন, স্পেশালি ফিমেল আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন। একটু আমাদের সোশ্যালি অনেক ব্যারিয়ার ভেঙে কাজ করতে হয়। তারপরে যখন অনেক ধরনের বাউন্ডারি ফিল করি, তখন না আসলে অনেক ডিমোটিভেটেড হয়ে যাই।’

বিজ্ঞাপন

‘আমি আসলে গান লিখি, সুর করি’
২৭ নভেম্বর ২০২৫ ১১:০৯

আরো

সম্পর্কিত খবর