ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত পর্যবেক্ষণের জন্য কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. জাহিদ হোসেন জানান, “ভর্তির পর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা জটিল হওয়ায় আরও পর্যবেক্ষণের প্রয়োজন হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।”
চিকিৎসক আরও জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।