ঢাকা: পুঁজিবাজারে টানা দুই কার্যদিবসে সূচকের কিছুটা পতন হলেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের উর্ধবগতি থাকলেও পুঁজিবাজারে লেনদেন কমেছে।
আগের দুই কার্যদিবসের পতনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেনের শেষের দিকে শেয়ারের ক্রেতা বাড়ায় (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮ পয়েন্টে। যা বুধবার ৮ পয়েন্ট ও মঙ্গলবার ৭ পয়েন্ট কমেছিল।
এদিন ডিএসইতে ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫২৫ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৮৬ কোটি ৪৫ লাখ টাকা বা ১৬ শতাংশ।
আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭০টির বা ৪৪.৮৫ শতাংশের। আর দর কমেছে ১৩৬টির বা ৩৫.৮৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪টির বা ১৯.২৬ শতাংশের।
অপর দিকে সিএসই-তে বৃহস্পতিবার ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ৩২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৩৭ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমেছিল।