Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সদস্যপদ ফিরে পেলেন অ্যাড. মির্জা আল মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ।

ঢাকা: বিএনপির সদস্যপদ ফিরে পেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে (মির্জা আল মাহমুদ) বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

বিজ্ঞাপন

এর আগে, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কার হন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। পরে ২০২৩ সালের ৬ মার্চ এ বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেন এই বিএনপি নেতা। মূলত ওই আবেদন বিবেচনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর