Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২০:২২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২১:৪৮

চট্টগ্রামে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ (এসআই) দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক পুলিশ সদস্যসহ আরও দু’জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতলী এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত এসআই মো. সাইফুল ইসলাম (৩০) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। এছাড়া, মো. হাফিজুর রহমান নামে আরও একজন নিহত হয়েছেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।

দুর্ঘটনায় মানিকছড়ি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আবদুল্লাহ আল মামুনসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আহমদ সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই সাইফুল ও একজন কনস্টেবল একটি মোটরসাইকেলে করে মানিকছড়ি থেকে ফটিকছড়ির দিকে আসছিলেন। বিপরীতমুখী মোটরসাইকেলে ছিলেন হাফিজুর রহমানসহ দু’জন। মুখোমুখি সংঘর্ষে চারজনই গুরুতর আহত হন। তাদের নাজিরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

গুরুতর আহত কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপরজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে ওসি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর