Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি সাংবাদিক সমিতির সভাপতি আবু শামা, সম্পাদক মাছাবিহ্

কুবি করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২০:৩৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২১:৪৭

নতুন সভাপতি আবু শামা ও সম্পাদক চৌধুরী মাছাবিহ্। ছবি: সারাবাংলা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুর ২ টায় শেষ হয়। পরে বিকেল ৪টায় প্রশাসনিক ভবনে সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম, সহকারী নির্বাচন কমিশনার ড. মো. জনি আলম এবং সহকারী নির্বাচন কমিশনার মশিউর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে মোহাম্মদ রাজীব (সারাবাংলা.নেট) নির্বাচিত হয়েছেন। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানভীর সালাম অর্ণব (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জুবায়ের (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক পদে হেদায়েতুল ইসলাম নাবিদ (দ্য ডেইলি সান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন (আমার দেশ) এবং আকাশ আল মামুন (দ্য ডেইলি ক্যাম্পাস) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, কুবি সাংবাদিক সমিতির ৩০ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য (০২টি) পদে ৪ জন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর