ঢাকা: রাজধানীর মগবাজার মোড়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজার মোড়ের আদ দ্বীন হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- বিএম ফাউন্ডেশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র এমএম রিয়াজুল খায়ের রাজিম (১৪) ও নবম শ্রেণির ছাত্র তাজবীর (১৫)।
আহতদের সহপাঠী তাহমিদুর রহমান অন্তর বলে, ‘স্কুলের সিনিয়ররা গতকাল স্কুলের ভেতরে দশম শ্রেণির ছাত্র আল জায়েদ ও অন্তরকে মরধর করে। কারণ, জানতে চাইলে বলে আমার সঙ্গে বেয়াদবি করছিস। পরে রাজিমসহ কয়েকজন এগিয়ে এলে চলে যায়। চলে যাওয়াদের মধ্যে জায়েদসহ কয়েকজন নিজেদের সিনিয়র দাবি করে।’
অন্তর আরও বলে, ‘বিকেলে মগবাজার মোড়ে জায়েদ, শাফিন ও আদিত্যসহ আরও কয়েকজন আমাকে আটকায়। বলে তোর বন্ধু রাজিম ও তাজবিরকে ডেকে নিয়ে আয়। পরে আমার ফোন দিয়ে রাজিমকে ফোন করে ডাকে। তখন জায়েদ ও তাজবির এলে তাদের সঙ্গে সিনিয়র-জুনিয়র নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জায়েদ রাজিনের পেটে ও তাজবীরের পায়ে ছুরিকাঘাত করে। পরে জায়েদ নিজেই তাদের দু’জনকে প্রথমে মগবাজার আদ দ্বীন হাসপাতালে দিয়ে পালিয়ে যায়। এর পর স্বজনরা এসে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে মগবাজার এলাকা থেকে ওই দুই ছাত্রকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে রাজিমের পেটে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি দেওয়া হয়েছে। এবং তাজবীরের বাম পায়ের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।