Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মগবাজারে ৮ তলা ভবনে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট 
২৭ নভেম্বর ২০২৫ ২২:৫৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১১:৪৫

আগুন। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মগবাজারের দিলুরোডে একটি ৮ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টা ১৮ মিনিটের দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের চেষ্টায় ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলুরোড এলাকায় একটি ৮তলা ভবনে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

এদিকে, রাত ৮টা ৫০ মিনিটে তেজগাঁওয়ের কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুনের সংবাদ আসে। পরে রাত ৯টায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট কাজ করে ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর