ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী আইনুল হকের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী শিশুর মা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি)।
অভিযুক্ত আইনুল হক শাসলাপিয়ালা ধনীপাড়া গ্রামের মৃত সইফুল ইসলামের ছেলে।
অভিযোগে জানা যায়, চলতি মাসের বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে শিশুটির বাবা-মা অন্যের বাড়িতে কাজ করতে যায়। এমন সময় প্রতিবেশী আইনুল হক (৪৫) শিশুটির বাড়িতে ঢুকে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
অভিযোগে আরও জানা যায়, আইনুল হক ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন, যার কল রেকর্ড রয়েছে।
একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা চলে। পরে দেনদরবারে সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।