ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে “অত্যন্ত সংকটাপন্ন” উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে দেওয়া এক স্টেটাসে তিনি লিখেছেন—“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।”
তার পোস্টের কমেন্টে অনেকেই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।