Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ রাখার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৪:২৬

মিশন মোড়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। ছবি: সারাবাংলা

লালমনিরহাট: সড়ক দুর্ঘটনার কারণে লালমনিরহাট -বুড়িমারী জাতীয় মহাসড়কটির মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন রাস্তাটি এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পরেও লালমনিরহাট জেলা প্রশাসন কোনরকম ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে লালমনিরহাটের সর্বস্তরের জনগণ।

শনিবার (২৯ নভেম্বর) সকালে লালমনিরহাটের মিশন মোড়ে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

জানা যায়, চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক ওই স্থানের নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে ওই সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এদিকে এ ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও বিকল্প সংযোগ সড়ক তৈরি না হওয়ায় ব্যস্ত হয়ে পড়ে ঢাকা- রংপুর ও বুড়িমারীগামী পরিবহন চলাচল। এতে জনদুর্ভোগে পড়েছে অত্র জেলার মানুষ। তাই বিকল্প উপায়ে যানবাহন চলাচলের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

এ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অবিলম্বে বিকল্প সড়ক চালু না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তিনি। এ কর্মসূচিতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেয়।