Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচিত হলমার্ক কেলেঙ্কারির তানভীর মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ০০:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৭:৫৯

আলোচিত হলমার্ক কেলেঙ্কারির তানভীর মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি হলমার্ক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত হয়ে জেলে ছিলেন।

শনিবার (২৯নভেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের একটি ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এর পর তাকে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

কারা সূত্রে জানা যায়, মৃত তানভীর মাহমুদ হলমার্ক গ্রুপের সাবেক এমডি ছিলেন। তার বাবার নাম হাজী কালু মাহমুদ। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় কাফরুলের বেগম রোকেয়া সরণি এলাকায় থাকতেন। পরে হলমার্ক কেলেঙ্কারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এসব মামলার একটিতে তানভীরসহ বাকিরা সাজাপ্রাপ্ত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর