Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫ ১২:১৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৪:২৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ১৪ জন উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, সেখানে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমি ঘটনার সব তথ্য জানার চেষ্টা করছি এবং সঠিক উত্তর পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে লুসিল এভিনিউ ১৯০০ ব্লকের কাছে গুলির খবর আসে।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) সান জোআকুইন কাউন্টি শেরিফ অফিস জানায়, ‘এখন পর্যন্ত প্রায় ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে চারজন নিহত হয়েছেন।’

ওই অফিস আরও জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটিতে পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা সব সম্ভাবনা যাচাই করছেন। তদন্তকারীরা হামলাকারীর বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর