Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৫:০৯

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

পিরোজপুর: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্যসূচী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা পুলিশ, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করতে সকলের সার্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি জানান, প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য এরইমধ্যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি জাতীয় পতাকা উত্তোলনে নিয়ম-নীতি ও নির্ধারিত মাপ যথাযথভাবে অনুসরণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা দিবসগুলো সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন। পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর