Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৭:৫২

ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

গাজীপুর: গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের জন্য ৬০ ঘণ্টার বাধ্যতামূলক ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা হ্রাস ও দক্ষ চালক তৈরির লক্ষ্য নিয়ে রোববার (৩০ নভেম্বর) সকালে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিআরটিএ’র আয়োজনে এবং ইনস্টিটিউটের ম্যানেজার মুহাম্মদ মশিউজ্জামানের সভাপতিত্বে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র রোড সেফটি উইংয়ের পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ ইঞ্জিনিয়ারিং উইং-এর পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ।

বিজ্ঞাপন

অতিথিরা বলেন, ‘৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে নতুন চালকরা আরও দায়িত্বশীল ও নিয়ম-মান্যকারী হিসেবে গড়ে উঠবে।’ এতে সড়ক দুর্ঘটনা কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে অংশ নেন সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, প্রশিক্ষক ও নতুন প্রশিক্ষণার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর