Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআরইউ সভাপতি সালেহ আকন, সম্পাদক মাইনুল সোহেল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৩০

ডিআরইউ সভাপতি সালেহ আকন, সম্পাদক মাইনুল সোহেল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে আবু সালেহ আকন পুনরায় নির্বাচিত হয়েছেন। আর ফের সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন মাইনুল হাসান সোহেল।

রোববার (৩০ নভেম্বর) সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনার পর এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদি আজাদ মাসুম। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া, অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল নির্বাচিত হয়েছেন। আর দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগেই।

বিজ্ঞাপন

নারীবিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী। তবে কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর বাইরে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া জয়লাভ করেছেন।

কার্যনির্বাহী সদস্য পদে জয় লাভ করেছেন, মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন। এই পদে মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। ফলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত কমিটি।

এর আগে, এদিন সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। আর ভোট শেষ হয় বিকেল ৫টায়। এর পরই শুরু হয় ভোট গণনা। গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর